কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
টাঙ্গাইলের সখীপুরে কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সখীপুর সড়কের দক্ষিণ চৌরাস্তা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
টাঙ্গাইল প্রতিনিধিটাঙ্গাইলের সখীপুরে কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সখীপুর সড়কের দক্ষিণ চৌরাস্তা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাটোর জেলার আরাফাত হোসেন ও দিনাজপুর জেলার দেলোয়ার হোসেন। তারা দুইজনে ওষুধ কোম্পানি একমি ফার্মাসিউটিক্যালস ও গ্লুটেক ফার্মাসিউটিক্যাল কোম্পানির রিপ্রেজেন্টিটিভ (বিক্রয়কর্মী) ছিলেন।
পুলিশ জানায়, আরাফাত ও দেলোয়ার মোটরসাইকেলে সখীপুরে যাচ্ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে তারা দক্ষিণ চৌরাস্তা বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে সাইদুল হক ভূইয়া জানান, গোড়াই এলাকা থেকে একটি কাভার্ডভ্যান আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে ওই কাভার্ডভ্যানই তাদের চাপা দিয়ে চলে গেছিল।
বাংলাদেশ জার্নাল/ওএফ
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/173885/কাভার্ডভ্যান-চাপায়-দুই-মোটরসাইকেল-আরোহীর-মৃত্যু