চট্টগ্রামে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় বাসের ধাক্কায় মোবারক হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত...

বাংলাদেশ

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় বাসের ধাক্কায় মোবারক হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোবারক হোসেন কুমিল্লার নাঙ্গলকোট থানার বাটোয়ারা এলাকার ভূঁইয়া বাড়ির মৃত মঞ্জু মিয়ার ছেলে।

পুলিশ কর্মকর্তা নুরুল আমিন বলেন, লালখান বাজার থেকে বহদ্দারহাটের দিকে যাওয়ার পথে মোটরসাইকেল ফ্লাইওভারে উঠেছিল। ফ্লাইওভারের খুলশী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলকে সিটি সার্ভিসের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোবারকের মৃত্যু হয়।

এতে আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।

সিসিটিভির ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/175602/চট্টগ্রামে-বাসচাপায়-মোটরসাইকেল-আরোহী-নিহত