চট্টগ্রামে একদিনে শনাক্ত ২.৭৩ শতাংশ
চট্টগ্রামে একদিনে শনাক্ত ২.৭৩ শতাংশ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৮...
চট্টগ্রাম প্রতিনিধিচট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৮ জনের। শনাক্তের হার ২ দশমিক ৭৩ শতাংশ।
এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত বেড়ে এক লাখ এক হাজার ৪৩৬ জনে এবং মৃত্যুর সংখ্যা এক হাজার ২৮৪ জনে দাঁড়িয়েছে।
বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ৭৬ জনের করোনা আক্রান্ত হয়েছিল। মৃত্যু হয়েছিল একজনের।
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ১১টি ল্যাবে এক হাজার ৭৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জনের দেহে করোনা ধরা পড়ে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২ দশমিক ৭৩ শতাংশ।
শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের ২৮ জন বাসিন্দা রয়েছেন, বাকিরা বিভিন্ন উপজেলার।
উপজেলাগুলোর মধ্যে- সাতকানিয়া, বাঁশখালী, ফটিকছড়ি, মিরসরাই ও রাউজানে একজন করে, পটিয়াতে দুইজন, রাঙ্গুনিয়ায় ছয়জন এবং সীতাকুণ্ডে সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন।
চট্টগ্রামে এ পর্যন্ত এক লাখ এক হাজার ৪৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ৭৩ হাজার ৪৮৫ জন। বাকি ২৭ হাজার ৯৫১ জন বিভিন্ন উপজেলার।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মৃত ব্যক্তি নগরীর বাইরের বাসিন্দা। জেলায় এ পর্যন্ত মোট এক হাজার ২৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭০৮ জন নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৭৬ জনের।
বাংলাদেশ জার্নাল/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/175075/চট্টগ্রামে-একদিনে-শনাক্ত-২.৭৩-শতাংশ