চট্টগ্রামে আরও একজনের মৃত্যু, শনাক্ত ৮২
শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
চট্টগ্রামে আরও একজনের মৃত্যু, শনাক্ত ৮২
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম প্রতিনিধিগত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু এক হাজার ২৬৫ জন। এসময়ে নতুন করে করোনায় আরও ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট শনাক্ত হয়েছে এক লাখ ৭৪৮ জনে।
শনিবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৪৮১টি নমুনা পরীক্ষায় ৮২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৪৩ এবং উপজেলার ৩৯ জন।
বাংলাদেশ জার্নাল/ওএফ
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/173755/চট্টগ্রামে-আরও-একজনের-মৃত্যু-শনাক্ত-৮২