ধার্মিক হতে অভিনয় ছাড়লেন মৌরি
শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
ধার্মিক হতে অভিনয় ছাড়লেন মৌরি
বিনোদন
জার্নাল ডেস্কঅভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী মৌরি সেলিম। ধর্মে-কর্মে মনোযোগী হতে এমন সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেত্রী।
বৃহস্পতিবার এক ফেসবুক স্ট্যাটাসে এ সিদ্ধান্তের কথা জানান মৌরি।
স্ট্যাটাসে মৌরি লেখেন, ‘চিরদিনের জন্য মিডিয়াকে বিদায় জানাচ্ছি। এখন আমি আমার নিজের ব্যক্তিগত জীবন আর আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহর রহমতে সব সময় সুস্থ থাকি, ভালো থাকি।’
অভিনয় ছাড়ার ব্যাপারে এ অভিনেত্রী বলেন, আমার পরিবারের সদস্যরা ধার্মিক। আমি আর কোনোদিন মিডিয়াতে কাজ করব না। পারিবারিক ব্যবসা দেখাশোনা করব এবং ধর্মে-কর্মে মনোযোগী হব।
বাংলাদেশ জার্নাল/এমজে
from BD-JOURNAL https://www.bd-journal.com/entertainment/173638/ধার্মিক-হতে-অভিনয়-ছাড়লেন-মৌরি