কুমিল্লায় ট্রাক চাপায় নিহত ৩
শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
কুমিল্লায় ট্রাক চাপায় নিহত ৩
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লার বুরিচং উপজেলায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাক চাপায় এক অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
শনিবার সকাল ৬টার দিকে ময়নামতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান বলেন, ট্রাকটি কুমিল্লার দিকে যাচ্ছিল। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রিকশাটির যাত্রীরা ভাড়া পরিশোধ করছিলেন। এসময় ট্রাকটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/কেআই
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/173757/কুমিল্লায়-ট্রাক-চাপায়-নিহত-৩