চামড়া শিল্পের ঋণ পরিশোধে পুনঃতফসিল বাংলাদেশ ব্যাংকের
চামড়া শিল্পের ঋণ পরিশোধে পুনঃতফসিল বাংলাদেশ ব্যাংকের
রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরিত চামড়া শিল্প প্রতিষ্ঠানের ব্যাংক ঋণ পরিশোধে বিশেষ সুবিধা দিতে সময়সীমা চলতি বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে ব্যাংকটি। দ্বিতীয় দফায় করোনার বিরূপ প্রভাব দেখা দেওয়ায় ঋণ গ্রহীতাদের ব্যবসা পুনরায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকায় এককালীন পরিশোধ অথবা পুনর্গঠন/পুনঃতফসিল সুবিধা নিতে ইচ্ছুক গ্রাহক কর্তৃক ডাউন পেমেন্টের অর্থ নগদে জমাদান সাপেক্ষে আবেদন দাখিলের জন্য চলতি বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়।
এর আগে, চলতি বছরের ৬ জানুয়ারি এক সার্কুলারে এককালীন পরিশোধ অথবা পুনর্গঠন/পুনঃতফসিল সুবিধা নিতে ইচ্ছুক গ্রাহক কর্তৃক নগদে ডাউন পেমেন্টের অর্থ পরিশোধ সাপেক্ষে ৩১ মার্চ পর্যন্ত আবেদন জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। পরবর্তীসময়ে ৩০ জুন, পরে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/finance-business/176001/চামড়া-শিল্পের-ঋণ-পরিশোধে-পুনঃতফসিল-বাংলাদেশ-ব্যাংকের