জয় দিয়ে শুরু ধোনির চেন্নাইয়ের

জয় দিয়ে শুরু ধোনির চেন্নাইয়ের

জয় দিয়ে শুরু ধোনির চেন্নাইয়ের

টস জিতে ব্যাট করতে নেমে ২৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে চেন্নাই। একে একে সঙ্গী হারালেও রুতুরাজ গায়কোয়াড় সেট হয়ে যান।

স্পোর্টস ডেস্ক

আইপিএলের দ্বিতীয় পর্ব জয় দিয়ে শুরু করেছে চেন্নাই সুপার কিংস। ২০ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে।

রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চেন্নাই আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রানের বেশি করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। তাতে ২০ রানের দারুণ এক জয় পায় মাহেন্দ্র সিং ধোনির দল।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে চেন্নাই। ৮ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। সমান ম্যাচ থেকে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দিল্লি ক্যাপিটালস।

টস জিতে ব্যাট করতে নেমে ২৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে চেন্নাই। একে একে সঙ্গী হারালেও রুতুরাজ গায়কোয়াড় সেট হয়ে যান। এরপর খেলেন অপরাজিত ৮৮ রানের অনবদ্য ইনিংস। যেটা তিনি ৫৮ বলে ৯টি চার ও ৪ ছক্কায় করেন। তার ৮৮, জাদেজা ২৬, ব্র্যাভোর ২৩ রানের ভর করে শেষ পর্যন্ত চেন্নাই ১৫৮ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করে।

বল হাতে মুম্বাইর নেন ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলিন ও জাসপ্রিত বুমরাহ ২টি করে উইকেট নেন।

১৫৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মু্ম্বই। শেষ ওভারে জয়ের জন্য ২৪ রান প্রয়োজন ছিল। কিন্তু আরও ২টি উইকেট হারিয়ে ৪ রানের বেশি নিতে পারেনি। তাতে শেষ পর্যন্ত আর জয়ও পাওয়া হয়নি ছয়বারের চ্যাম্পিয়নদের।

ব্যাট হাতে মুম্বাইর তিওয়ারি ৫০, ডি কক ১৭, আনমোলপ্রীত ১৬, পোলার্ড ১৫ ও মিলনে ১৫ রান করেন। 

চেন্নাইয়ের হয়ে বল হাতে ৩টি উইকেট নেন ব্র্যাভো। ২টি উইকেট নেন দীপক চাহার। আর ১টি করে উইকেট হ্যাজেলউড ও শার্দুল ঠাকুর।

বাংলাদেশ জার্নাল/আরএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/174810/জয়-দিয়ে-শুরু-ধোনির-চেন্নাইয়ের