পুলিশের ঊর্ধ্বতন ২০ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন ২০ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন ২০ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২০ জন কর্মকর্তার বদলি...

জার্নাল ডেস্ক

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২০ জন কর্মকর্তার বদলি করা হয়েছে। শনিবার পুলিশ সদরদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

পুলিশ হেডকোয়ার্টার্সের এক প্রজ্ঞাপনে ১৩ জন অতিরিক্ত পুলিশ সুপার ও সাতজন সহকারী পুলিশ সুপারকে বাংলাদেশ পুলিশের অন্যান্য ইউনিটে পদায়ন করা হয়।

এর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার শারমিন জাহানকে এসবি, ঢাকায়, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসাইন রাসেলকে সিএমপিতে, অতিরিক্ত পুলিশ সুপার নূর মোহাম্মদ আলী চিশতীকে এন্টি টেরোরিজম ইউনিটে, অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাসকে ঝালকাঠি সদর সার্কেলে, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল হককে ১১ এপিবিএন ঢাকায়, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমনকে জামালপুর সদর সার্কেলে, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামানকে চুয়াডাঙ্গা সদর সার্কেলে, অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলামকে আরএমপিতে, অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেনকে ফেনীতে বদলি করা হয়েছে।

এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার ইসরাত জাহানকে পুলিশ সদর দপ্তরে, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামকে পুলিশ সদর দপ্তর টিআই, অতিরিক্ত পুলিশ সুপার নুরানী ফেরদৌস দিশাকে পুলিশ সদর দপ্তর টিআর, আব্দুল মালিককে অতিরিক্ত পুলিশ সুপার এসবিতে, সহকারী পুলিশ সুপার এএইচএম আসাদ হোসেনকে এসবি ঢাকায়, সহকারী পুলিশ সুপার আবু তাহের ফারুকীকে ডিএসবি ফেনীতে, সহকারী পুলিশ সুপার হরেশ্বর রায়কে হাইওয়ে পুলিশে, সহকারী পুলিশ সুপার ফারুক হোসেনকে ০৮ এপিবিএন কক্সবাজারে, সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলামকে ঢাকার দোহার সার্কেলে এবং সহকারী পুলিশ সুপার মনজুর আলম খানকে পুলিশ টেলিকম ঢাকায় বদলি করা হয়।

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/174688/পুলিশের-ঊর্ধ্বতন-২০-কর্মকর্তাকে-বদলি