মধ্যরাতে শিশু পুত্রকে গলা কেটে হত্যা করলেন মা

মধ্যরাতে শিশু পুত্রকে গলা কেটে হত্যা করলেন মা

মধ্যরাতে শিশু পুত্রকে গলা কেটে হত্যা করলেন মা

লক্ষ্মীপুরে সদর উপজেলায় নিজের ৪ বছর বয়সী ছেলে সন্তানকে বটি দিয়ে গলা কেটে হত্যা...

বাংলাদেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে সদর উপজেলায় নিজের ৪ বছর বয়সী ছেলে সন্তানকে বটি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় মা সাবিনা ইয়াসমিনকে আটক করেছে পুলিশ।

সোমবার মধ্যরাতে উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পূর্ব চাঁদখালী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শিশু ওই এলাকার প্রবাসী আজিমুর রহমানের ছেলে।

লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

মায়ের হাতে নির্মমভাবে শিশু হত্যাকাণ্ডের এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয়রা জানান, মধ্যরাতে প্রবাসী স্বামী আজিমুর রহমানের সাথে সাবিনা ইয়াসমিনের মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়। এর জেরে মোবাইল ফোন রেখে নিজের ছেলেকে গলা কেটে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মা সাবিনা ইয়াসমিন। এ সময় স্থানীয়রা ধরে তাকে পুলিশে সোপর্দ করে।

লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, শিশুটির লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক মা সাবিনাকে আটক করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/175733/মধ্যরাতে-শিশু-পুত্রকে-গলা-কেটে-হত্যা-করলেন-মা