ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু
ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু
শেরপুরের ঝিনাইগাতীতে ধান ক্ষেতে দেয়া ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল ইসলাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ
শেরপুর প্রতিনিধিশেরপুরের ঝিনাইগাতীতে ধান ক্ষেতে দেয়া ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল ইসলাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল ওই গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
পুলিশ জানায়, ঝিনাইগাতী উপজেলার দুপুরিয়া গ্রামের মোকসেদ আলীর ছেলে কৃষক শফিউল্লাহ তার ধান ক্ষেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ পেতে রাখেন।
শনিবার সন্ধ্যার পর একই গ্রামের কৃষক রেজাউল ইসলাম তার আমন ধান ক্ষেতে কীটনাশক ছিটিয়ে বাড়ি ফেরার পথে শফিউল্লাহর জমিতে পেতে রাখা বৈদ্যুতিক তারের সঙ্গে অসাবধানতাবশত জড়িয়ে যান।
এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কৃষক রেজাউলকে মৃত ঘোষণা করেন।
রেজাউলের বড় ভাই ধানশাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউল ইসলাম বলেন, এ ঘটনায় দায়ী কৃষক শফিউল্লাহর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঝিনাইগাতী থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান।
বাংলাদেশ জার্নাল/ওএফ
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/173889/ইঁদুর-মারার-ফাঁদে-কৃষকের-মৃত্যু