নবজাতকের মরদেহ পড়েছিল রাস্তায়

নবজাতকের মরদেহ পড়েছিল রাস্তায়

নবজাতকের মরদেহ পড়েছিল রাস্তায়

নওগাঁয় রাস্তার পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের বেলঘরিয়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় রাস্তার পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের বেলঘরিয়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ বলেন, রাস্তার পাশে একটি পলিথিনের ব্যাগে নবজাতকের মরদেহটি দেখতে পেয়ে পথচারীরা নওহাটা ফাঁড়ি পুলিশকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে। 

তিনি আরও বলেন, কে বা কারা নবজাতকের মরদেহটি রেখে গেছে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/174137/নবজাতকের-মরদেহ-পড়েছিল-রাস্তায়