আফগানিস্তানে শক্তিশালী বিস্ফোরণে নিহত ৭
রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
আফগানিস্তানে শক্তিশালী বিস্ফোরণে নিহত ৭
আফগানিস্তানের রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে পরপর কয়েকটি বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক আলজাজিরা।
আন্তর্জাতিক ডেস্কআফগানিস্তানের রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে পরপর কয়েকটি বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক আলজাজিরা।
তালেবানের সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় নারী শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে শনিবার তালেবানের গাড়ি লক্ষ্য করে পরপর চারটি বোমা বিস্ফোরণের ঘটানো হয়। এতে নারী-শিশুসহ বহু হতাহতের ঘটনা ঘটে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক তালেবানের এক নেতা জানায় এ তথ্য।
এদিকে, কাবুলে বোমা বিস্ফোরণে অন্তত দুই জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কোনো গোষ্ঠী এখনো হামলার দায় স্বীকার করেনি। তবে নানগারহারে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শক্ত অবস্থা রয়েছে বলে জানা গেছে। সন্দেহের তীর তাদের দিকেই।
বাংলাদেশ জার্নাল/এমএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/international/174696/আফগানিস্তানে-শক্তিশালী-বিস্ফোরণে-নিহত-৭