রাজশাহী মেডিকেলে আরও ২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলে আরও ২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলে আরও ২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ

রাজশাহী প্রতিনিধি

গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনের বাড়িই রাজশাহী জেলায়। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।

নতুন রোগী ভর্তি ও সংক্রমণের বিষয়ে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। 

করোনা আক্রান্ত হয়ে ৩৪ জন ও উপসর্গ নিয়ে ৮৮ জন ভর্তি রয়েছেন রামেকের করোনা ইউনিটে। মোট ২৪০টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ১২২ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। 

অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জন শনাক্ত হন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৫ দশমিক ৬২ শতাংশ।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/175476/রাজশাহী-মেডিকেলে-আরও-২-জনের-মৃত্যু