১৬ বিমানসহ আফগানিস্তানের ১৪৩ পাইলট গ্রেপ্তার

১৬ বিমানসহ আফগানিস্তানের ১৪৩ পাইলট গ্রেপ্তার

১৬ বিমানসহ আফগানিস্তানের ১৪৩ পাইলট গ্রেপ্তার

আফগানিস্তানের ১৪৩ জন পাইলটকে গ্রেপ্তার করেছে তাজিকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের ১৪৩ জন পাইলটকে গ্রেপ্তার করেছে তাজিকিস্তান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি গণমাধ্যম পার্স টুডে।

জানা যায়, গত আগস্টে তালেবানের ভয়ে আফগানিস্তান থেকে পালিয়ে প্রতিবেশী তাজিকিস্তানে আশ্রয় নিয়েছিল এসব পাইলট। তাদের আশঙ্কা ছিল তালেবান ক্ষমতা নেয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ গ্রহণকারী পাইলটদের ওপর প্রতিশোধ নেবে। এসব পাইলট ১৬টি বিমান তাদের সঙ্গে নিয়ে গেছে।

তাজিকিস্তান সরকার বলেছে, রাজধানী দোশাম্বের অদূরে পার্বত্য অঞ্চলের একটি স্বাস্থ্যকেন্দ্র থেকে পাইলটদেরকে আটক করা হয়েছে। তাদেরকে আমেরিকায় পাঠানো হবে।

তবে একজন পাইলট বলেছেন, তাদেরকে কোথায় পাঠানো হবে সে বিষয়ে তারা নিশ্চিত নন। তারা উদ্বেগের মধ্যে রয়েছেন।

প্রসঙ্গত, আফগানিস্তানের প্রতিবেশী দেশ তাজিকিস্তানেও বহু আফগান শরণার্থী রয়েছে। তাজিক সরকারের দাবি তারা গত ১৫ বছরে ১৫ হাজার আফগানকে আশ্রয় দিয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/175459/১৬-বিমানসহ-আফগানিস্তানের-১৪৩-পাইলট-গ্রেপ্তার