ভাসানচর থেকে পালানোর সময় ১৮ রোহিঙ্গা আটক
শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
ভাসানচর থেকে পালানোর সময় ১৮ রোহিঙ্গা আটক
নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় স্থানীয়দের হাতে ১৮ রোহিঙ্গা নাগরিক আটক...
বাংলাদেশ
নোয়াখালী প্রতিনিধিনোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় স্থানীয়দের হাতে ১৮ রোহিঙ্গা নাগরিক আটক হয়েছেন।
বৃহস্পতিবার রাত আড়াইটায় চেয়ারম্যানঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পে নেওয়া হয়।
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকদের মধ্যে ১০ জন শিশু ও আটজন প্রাপ্ত বয়স্ক রোহিঙ্গা নাগরিক রয়েছেন।
তবে তাৎক্ষণিক জেলা পুলিশ তাদের নাম-ঠিকানা জানাতে পারেনি।
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে নৌকাযোগে পালানোর সময় চেয়ারম্যান ঘাট এলাকায় স্থানীয়রা ১৮ রোহিঙ্গাকে আটক করে। তাদের চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পে এনে রাখা হয়েছে। পরববর্তীতে এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বাংলাদেশ জার্নাল/এএম/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/174503/ভাসানচর-থেকে-পালানোর-সময়-১৮-রোহিঙ্গা-আটক