সাভারে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

সাভারে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

সাভারে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

সাভারের আশুলিয়ায় সিলিন্ডার গ্যাসের চুলা থেকে আগুন লেগে আঁখি মনি (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সাভার প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় সিলিন্ডার গ্যাসের চুলা থেকে আগুন লেগে আঁখি মনি (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে আশুলিয়ার জামগড়ার রুপায়ন মাঠ সংলগ্ন এলাকার হানিফ ও হুমায়ুন কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আঁখি মনি লালমনিরহাটের বনগ্রাম এলাকার রফিকুল ইসলামের মেয়ে। সে পোশাকশ্রমিক বাবা-মার সঙ্গে ওই এলাকায় বসবাস করত।

স্থানীয়রা জানান, আঁখি মনি তাদের টিনশেড ঘরে অন্য দুই শিশুর সঙ্গে খেলা করছিল। এ সময় হঠাৎ তাদের পাশের ঘরে রান্নার সময় গ্যাসের চুলা থেকে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে। এর একটি ঘরে খেলার সময় আঁখি দগ্ধ হয়ে মারা যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা জানান,  রাত ৮টা ৩ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিন ইউনিটের ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। তবে তার আগেই দগ্ধ হয়ে আঁখি মনি মারা যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর জিহাদ হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় ঘরের মধ্যে আটকাপড়া একটি শিশু মারা যায়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/173643/সাভারে-আগুনে-পুড়ে-শিশুর-মৃত্যু