সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু

বাংলাদেশ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য (কনস্টেবল) নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যের নাম আসাদুর রহমান। শনিবার রাত ৯ টার দিকে মুকসুদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের ফারুক খান ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদুর রহমানের বাড়ি রাজবাড়ী সদরের আলাদিপুর ৫নং ওয়ার্ডের ঢুলিপাড়া গ্রামে। তিনি মৃত মতিউর রহমানের ছেলে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসাদুর রহমান গোপালগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। মোটরসাইকেলে করে গোপালগঞ্জ যাওয়ার পথে মুকসুদপুর ফারুক খান ডিগ্রী কলেজ মোড়ে একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত আসাদুর রহমানের প্রতিবেশী ও রাজবাড়ি জেলা পরিষদের সদস্য নাজমুল হাসান জানান, আসাদুর রহমান তিন বছর হলো পুলিশে চাকরি পেয়ে গোপালগঞ্জে কর্মরত ছিলেন। শনিবার রাত সাড়ে নয়টায় জানতে পারলাম সে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তার ভাই আতাউর রহমানও পুলিশে চাকরি করে। ওরা দুই ভাই ছোট থাকা অবস্থায় তাদের বাবা মারা যায়। ওদের মা অনেক কষ্ট করে তাদের বড় করেছে।

বাংলাদেশ জার্নাল/জেবি/কেআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/174694/সড়ক-দুর্ঘটনায়-পুলিশ-সদস্যের-মৃত্যু