দীর্ঘ দিন পর চালু হলো ঢাকা-কুয়েত ফ্লাইট
বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
দীর্ঘ দিন পর চালু হলো ঢাকা-কুয়েত ফ্লাইট
নিজস্ব প্রতিবেদক :: own-reporterদীর্ঘ দিন বন্ধ থাকার পর আজ থেকে চালু হলো ঢাকা-কুয়েত সরাসরি ফ্লাইট। বৃহস্পতিবার ভোর ৩টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়েতের উদ্দেশ্য ছেড়ে যায় ১ম ফ্লাইটটি।
কুয়েত এয়ারওয়েজের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা যায়, সপ্তাহে ৫ দিন ঢাকা-কুয়েত ফ্লাইট পরিচালনা করবে।
উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসের কারণে কুয়েতের সঙ্গে বাংলাদেশসহ পাঁচটি দেশের সরাসরি বিমান চলাচল বন্ধ ছিল দীর্ঘদিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বন্ধ থাকা নিষিদ্ধ দেশগুলোর সঙ্গে সরাসরি বিমান চলাচলের অনুমতি দিয়েছিল কুয়েত মন্ত্রিসভা।
বাংলাদেশ জার্নাল/কেআই
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/173552/দীর্ঘ-দিন-পর-চালু-হলো-ঢাকা-কুয়েত-ফ্লাইট