‘পাঠান’ ও ‘টাইগার ৩’ সিনেমা মুক্তির সময় প্রকাশ
‘পাঠান’ ও ‘টাইগার ৩’ সিনেমা মুক্তির সময় প্রকাশ
বিনোদন ডেস্কবলিউড বাদশা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন ব্যস্ত রয়েছেন ‘পাঠান’ সিনেমার কাজ নিয়ে। অন্যদিকে বলিউড ভাইজান সালমান খান ও ক্যাটরিনা কাইফ ব্যস্ত রয়েছেন ‘টাইগার ৩’ সিনেমার শুটিং নিয়ে। এবার জানা গেল কবে মুক্তি পাবে বহুল প্রতিক্ষীত সিনেমা দুটি।
বলিউডের সব থেকে সফল প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে ‘পাঠান’ ও ‘টাইগার ৩’। আগামী বছরের শেষের দিকে মুক্তি পাবে সিনেমা দুটি। ঘনিষ্ঠমহলে এমনটাই ইচ্ছে প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার আদিত্য চোপড়া।
এ ছাড়াও আরও চারটি সিনেমার মুক্তির দিন ঘোষণা করেছেন তিনি। তার মধ্যে রয়েছে অক্ষয় কুমারের ‘পৃথ্বীরাজ’, রণবীর সিংয়ের ‘জয়েশভাই জোয়ারদার’, রণবীর কাপুরের ‘সামসেরা’। আর চলতি বছরে মুক্তি পাবে ‘বান্টি অউর বাবলি ২’।
তবে শাহরুখ-দীপিকার ‘পাঠান’ এবং সালমান-ক্যাটরিনার ‘টাইগার ৩’ কবে মুক্তি পাবে? তা নিয়েই চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। অবশেষে সেটি জানা গেল।
দুটি সিনেমার শুটিংই এখনও শেষ হয়নি। শিগগিরউ ‘টাইগার ৩’-এর শুটিং শেষ করবেন পরিচালক মণীশ শর্মা। আর কিছুদিনের মধ্যেই ‘পাঠান’এর শেষ পর্বের শুটিং স্পেনে শুরু করবেন নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। চলতি বছরের মধ্যেই সিনেমা দুটির শুটিং শেষ হবে।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/entertainment/176005/পাঠান-ও-টাইগার-৩-সিনেমা-মুক্তির-সময়-প্রকাশ