বিয়ের দিনে ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

বিয়ের দিনে ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

বিয়ের দিনে ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

দিনাজপুরের পার্বতীপুরে এক কিশোরী (১৮) বিয়ের দিনে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বাংলাদেশ

রংপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে এক কিশোরী (১৮) বিয়ের দিনে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এঘটনায় রোববার অভিযুক্ত আব্দুর রহমান বাবলু (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার (১৮ সেপ্টেম্বর) জেলার পার্বতীপুর উপজেলায় এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযোগ উঠেছে, বাসায় ডেকে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে প্রতিবেশী আব্দুর রহমান বাবলু (৪৫)। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে রোববার দুপুরে পার্বতীপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে। 

পুলিশ জানায়, শনিবার সকাল ১০টার দিকে প্রতিবেশী বাবলু ওই কিশোরীকে তার বাড়িতে আলু ভর্তা করে দেয়ার জন্য ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ সময় কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে বাবলু হাতেনাতে ধরা পড়েন। 

তবে রাতে ওই কিশোরীর বিয়ের অনুষ্ঠান থাকায় ঘটনাটি সারাদিন চেপে রাখার চেষ্টা করে ভুক্তভোগীর পরিবার। কিন্তু সন্ধ্যা পার না হতেই বরপক্ষের কানে পৌঁছে যায় ঘটনাটি। ধর্ষণের বিষয়টি জানাজানি হওয়াতে বিয়ে ভেঙে যায়।

স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, গ্রামবাসী অভিযুক্ত আব্দুর রহমান বাবলুকে আটক করেছিল। গ্রামবাসীর গণপিটুনিতে ধর্ষণের কথা স্বীকার করেছেন বাবলু। পরে রোববার ওই ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ বাবলুকে গ্রেপ্তার করে।

পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর জানান, ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। ধর্ষককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/174806/বিয়ের-দিনে-ধর্ষণের-শিকার-গ্রেপ্তার-১