সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধার শ্রমিক ছেলে নিহত
বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধার শ্রমিক ছেলে নিহত
বাংলাদেশ
কুষ্টিয়া প্রতিনিধিকুষ্টিয়ার ভেড়ামারার লালন শাহ সেতুর উপরে সড়ক দুর্ঘটনায় মোশাররফ (২৪) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত মোশাররফ উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ছেলে।
বুধবার রাত সাড়ে ৯ টার দিকে লালন শাহ সেতুর উপরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশাররফ রূপপুর আণবিক প্রকল্পের শ্রমিক।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোশাররফ রূপপুর আণবিক প্রকল্পের শ্রমিক ছিলেন। তিনি মোটর সাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন। সেতুর উপর ডিম বহনকারী নছিমনের সঙ্গে মোটর সাইকেলের ধাক্কা লেগে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন দিক থেকে আসা বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ জার্নাল / এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/175194/সড়ক-দুর্ঘটনায়-মুক্তিযোদ্ধার-শ্রমিক-ছেলে-নিহত