ভ্যান উল্টে শিশু চালকের মৃত্যু
ভ্যান উল্টে শিশু চালকের মৃত্যু
পাবনা প্রতিনিধিপাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভ্যান উল্টে খাদে পড়ে ভ্যানের শিশু চালক মাছুম হোসেনের (১৩) মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে ১ নং ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া ড্রেন এলাকায় এ ঘটনা ঘটে। সে বড় বিশাকোল এলাকার চা বিক্রেতা বাবলু মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, শিশু ভ্যানচালক মাছুম হোসেন মোল্লা তার ভ্যানে যাত্রী নিয়ে ওই এলাকায় যায়। যাত্রী নামিয়ে দিয়ে ভাঙ্গুড়ায় ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানসহ সে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এ সময় ভ্যানটি তার গায়ের ওপর পড়ায় সে ডুবে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. ফয়সাল বিন আসহান। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি। ঘটনাটি দুঃখজনক বলে মন্তব্য করেন ওসি।
বাংলাদেশ জার্নাল/এসকে
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/173737/ভ্যান-উল্টে-শিশু-চালকের-মৃত্যু