রাজশাহী মেডিকেলে একদিনে ৪ মৃত্যু

রাজশাহী মেডিকেলে একদিনে ৪ মৃত্যু

রাজশাহী মেডিকেলে একদিনে ৪ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত একদিনে করোনা উপসর্গে ৪ জন মারা গেছেন।

জার্নাল ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত একদিনে করোনা উপসর্গে ৪ জন মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, গত একদিনে রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মৃত্যু হয়নি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চারজন মারা গেছেন। 

গত একদিনে রামেক হাসপাতাল ল্যাবে ৯০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে দুজনের নমুনায়। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ২২৯ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে আটজনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ২ দশমিক ৩৩ শতাংশ এবং নাটোরের ৭ দশমিক ৫৫ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে। 

বাংলাদেশ জার্নাল/এমএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/175745/রাজশাহী-মেডিকেলে-একদিনে-৪-মৃত্যু