দাফনের ৯ মাস পর গৃহবধূর লাশ উত্তোলন

দাফনের ৯ মাস পর গৃহবধূর লাশ উত্তোলন

দাফনের ৯ মাস পর গৃহবধূর লাশ উত্তোলন

কুমিল্লার মুরাদনগরে দাফনের ৯ মাস পর শাহিনুর আক্তার (২৫) নামে এক গৃহবধূর লাশ উত্তোলন...

বাংলাদেশ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে দাফনের ৯ মাস পর শাহিনুর আক্তার (২৫) নামে এক গৃহবধূর লাশ আদালতের নির্দেশে উত্তোলন করেছে পুলিশ।

রোববার দুপুরে উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের উপস্থিতিতে কবরস্থান থেকে ওই লাশ উত্তোলন করা হয়।

মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শাহিনুর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের আলী আজ্জম খানের মেয়ে। ৭ বছর আগে দক্ষিণ ত্রিশ গ্রামের মতি মিয়ার ছেলে এনামুল মিয়ার সঙ্গে পারিবারিকভাবে শাহিনুর আক্তারের বিয়ে হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, চলতি বছরের ৯ জানুয়ারি শাহিনুর আক্তার তার স্বামীর বাড়িতে মারা যান। সে সময় তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে সর্বসম্মতিক্রমে তার লাশ দাফন করা হয়।

বিষয়টি সন্দেহজনক হওয়ায় গত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে নিহতের ভাই মামুন খান বাদী হয়ে তার বোনের স্বামী, শ্বশুর ও শাশুড়িসহ ৭ জনকে আসামি করে আদালতে মামলা করেন।

ওই মামলার প্রেক্ষিতে কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।

মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, আদালতের নির্দেশনায় শাহিনুর আক্তারের লাশ কবর থেকে তোলা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/174794/দাফনের-৯-মাস-পর-গৃহবধূর-লাশ-উত্তোলন