ফটোস্টোরি: প্রতিমা গড়ে তুলতে দিন-রাত ব্যস্ত শিল্পীরা

ফটোস্টোরি: প্রতিমা গড়ে তুলতে দিন-রাত ব্যস্ত শিল্পীরা

ফটোস্টোরি: প্রতিমা গড়ে তুলতে দিন-রাত ব্যস্ত শিল্পীরা

একদিকে মাটির কাজ চলছে, অন্যদিকে চলছে রংতুলির আঁচড়...

জীবন-শিল্প

ইলিয়াস সাজু, ফটো করেসপন্ডেন্ট

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা আগামী ২ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। এ উৎসবকে সামনে রেখে রাজধানীর পূজা মণ্ডপগুলোতে প্রতিমা গড়ে তুলতে দিন-রাত কাজ করছেন শিল্পীরা।

ইতোমধ্যে বেশির ভাগ মন্দিরে প্রথম মাটির কাজ শেষে এখন দ্বিতীয় দফার কাজ চলছে।

রাজধানীর নর্থব্রুক হল রোডের জমিদার বাড়ী শ্রীশ্রী কালি মন্দিরের প্রতিমা শিল্পীরা জানান, একদিকে মাটির কাজ চলছে, অন্যদিকে চলছে রংতুলির আঁচড়।

প্রতিমাগুলো মনোমুগ্ধকর ও নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করছেন শিল্পীরা। নির্ধারিত সময়ের আগেই প্রতিমা তৈরির কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তারা।

                     রাজধানীর নর্থব্রুক হল রোডের জমিদার বাড়ি শ্রীশ্রী কালি মন্দিরে সারি সারি প্রতিমা সাজিয়ে রাখা

                   নর্থব্রুক হল রোডের জমিদার বাড়ি শ্রীশ্রী কালি মন্দিরে মাটি দিয়ে দূর্গার প্রতিমা তৈরী

                নর্থব্রুক হল রোডের জমিদার বাড়ি শ্রীশ্রী কালি মন্দিরে মাটি দিয়ে গনেশের প্রতিমা তৈরীতে ব্যস্ত শিল্পী

            নর্থব্রুক হল রোডের জমিদার বাড়ী শ্রীশ্রী কালি মন্দিরে গনেশের প্রতিমায় মাটির কারুকার্যে মত্ত এক শিল্পী

                 নর্থব্রুক হল রোডের জমিদার বাড়ী শ্রীশ্রী কালি মন্দিরে বিছলী দিয়ে প্রতিমার অংঙ্গ তৈরী

                 নর্থব্রুক হল রোডের জমিদার বাড়ী শ্রীশ্রী কালি মন্দিরে প্রতিমার চোঁখের অবয়ব তুলছেন এক শিল্পী

                      নর্থব্রুক হল রোডের জমিদার বাড়ী শ্রীশ্রী কালি মন্দিরে প্রতিমা সাঁজাতে ব্যস্ত শিল্পীরা

                                                                       প্রতিমা নিয়ে ব্যস্ত শিল্পীরা

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/life-style/174369/ফটোস্টোরি-প্রতিমা-গড়ে-তুলতে-দিন-রাত-ব্যস্ত-শিল্পীরা