মোবাইলে কথা বলতে বলতে ছাদ থেকে পড়ে মৃত্যু
মোবাইলে কথা বলতে বলতে ছাদ থেকে পড়ে মৃত্যু
রাজধানীর আগারগাঁওয়ে একটি ভবনের ছাদ থেকে অসাবধানতায় পড়ে গিয়ে আরিফুল ইসলাম শান্ত (২৩) নামে এক মেট্রোরেল কর্মচারী নিহত...
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদকরাজধানীর আগারগাঁওয়ে একটি ভবনের ছাদ থেকে অসাবধানতায় পড়ে গিয়ে আরিফুল ইসলাম শান্ত (২৩) নামে এক মেট্রোরেল কর্মচারী নিহত হয়েছেন।
শনিবার বিকেল সাড়ে চারটার দিকে তালতলা এলাকায় ওই বাসার ছয় তলার ছাদে মোবাইলে কথা বলতে বলতে অসাবধানবশত নিচে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে নয়টার তার মৃত্যু হয়।
নিহত শান্ত হবিগঞ্জ সদর উপজেলার শংকরপাশা গ্রামের আবু সালেকের ছেলে।
নিহতের স্বজনরা জানায়, মেট্রোরেলের শেওড়াপাড়া আট নম্বর স্টেশনে কাজ করতেন শান্ত। আগারগাঁও তালতলার একটি বাসায় কয়েকজন মিলে থাকেন। ওই বাসার ছয় তলার ছাদে মোবাইলে কথা বলতে বলতে অসাবধানবশত নিচে পড়ে যান।
তাকে উদ্ধার প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়।সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকেও জানানো হয়েছে।
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/174685/মোবাইলে-কথা-বলতে-বলতে-ছাদ-থেকে-পড়ে-মৃত্যু