ভারতে সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যু

ভারতে সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যু

ভারতে সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যু

ভারতে গত একদিনে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৭৭৩ জন মানুষ।

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে গত একদিনে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৭৭৩ জন মানুষ। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ১৬৩ জনে।

একই সময়ে দেশটিতে মারা গেছেন ৩০৯ জন।  মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪৪ হাজার ৮৩৮ জন।

রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্য মতে দেশটিতে গত একদিনে সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যু। 

এদিকে দৈনিক সুস্থতা ও সংক্রমণের ক্ষেত্রে রোববারও ভারতে বজায় রয়েছে স্বাভাবিক চিত্র। অর্থাৎ সর্বশেষ একদিনে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হওয়া মানুষের তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে রোববার দেশটিতে আরও কমেছে সক্রিয় রোগীর সংখ্যা।

গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৮ হাজার ৯৪৫ জন মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের বেশি। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৩২ হাজার ১৫৮ জনে।

ভারতের মোট শনাক্ত রোগীর শূন্য দশমিক ৯৯ শতাংশ (০.৯৯%) বর্তমানে সক্রিয় রোগী। শনিবারের তুলনায় রোববার এই হার কমেছে। এদিকে ভারতে সুস্থতার হার আরও বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৬৮ শতাংশ।

বাংলাদেশ জার্নাল/এমএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/174702/ভারতে-সংক্রমণ-কমলেও-বেড়েছে-মৃত্যু