তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় নিহত ২
তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় নিহত ২
কিশোরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় দুইজন নিহত ও পাঁচজন আহত...
বাংলাদেশ
কিশোরগ ঞ্জপ্রতিনিধিকিশোরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো.আবুবকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- বানেছা খাতুন (৬২) ও রতন মিয়া (৩৩)। বানেছা খাতুন শিমুলিয়া গ্রামের নুরু মিয়ার স্ত্রী এবং রতন মিয়া একই পরিবারের ছিদ্দিক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানায় মল-মূত্র ত্যাগের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যার আগে আবু হানিফের পরিবারের সঙ্গে প্রতিবেশী শুক্কুর আলীর পরিবারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শুক্কুর আলীর পরিবার ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় বানেছা খাতুন ও রতন মিয়াসহ সাতজন গুরুতর আহত হন।
পরে তাদের উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে বানেছা খাতুন ও রতন মিয়া মারা যান।
জেবি/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/174502/তুচ্ছ-ঘটনায়-প্রতিপক্ষের-হামলায়-নিহত-২