মসজিদে আজান দিতে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

মসজিদে আজান দিতে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

মসজিদে আজান দিতে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জে মসজিদে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বরকত উল্লাহ গাজী (৭৫) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার তারালী ইউনিয়নের রহিমপুর (পাচুলিয়া) গ্রামের মৃত মাদার গাইনের ছেলে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বরকত উল্লাহ মসজিদে যোহরের নামাজের জন্য আজান দিতে যান। ওই সময়ে মাইকের তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল / এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/175067/মসজিদে-আজান-দিতে-গিয়ে-মুয়াজ্জিনের-মৃত্যু