‘মানিকে মাগে হিতে’র ইওহানির ছাত্র হিরো আলম: রুদ্রনীল

‘মানিকে মাগে হিতে’র ইওহানির ছাত্র হিরো আলম: রুদ্রনীল

‘মানিকে মাগে হিতে’র ইওহানির ছাত্র হিরো আলম: রুদ্রনীল

জার্নাল ডেস্ক

বেশ কিছু দিন ধরে নেটমাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে ‘মানিকে মাগে হিতে’ গানটি। শ্রীলঙ্কার শিল্পী ইওহানি ডি’সিলভার কণ্ঠে সিংহলি এই গান শোনা গিয়েছে। এ বার স্বয়ং ইওহানির থেকে এই গান শেখার চেষ্টায় হিরো আলম।

এমন দৃশ্যই দেখা গেছে ভারতীয় অভিনেতা রুদ্রনীল ঘোষের ইনস্টাগ্রাম প্রোফাইলে। সেখানে একটি ভিডিও পোস্ট করেন তিনি।

ভিডিওতে দেখা যায়, গিটার বাজিয়ে ‘মানিকে মাগে হিতে’ গানটি গাইছেন ইওহানি। ঠিক তার পরেই সেই একই গান নিজের মতো করে গাইছেন হিরো আলম। কিন্তু ইওহানির গানের সঙ্গে তাল রাখতে পারছেন না হিরো আলম। 

সেই ভিডিও পোস্ট করে রুদ্রনীল ক্যাপশনে লেখেন, ‘মানিকে মাগে হিতে সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্র।’

ভিডিওতে দেখা যায়, সিংহলী গায়িকা তাঁর ‘মানিকে মাগে হিতে’ গানটির একটি পংক্তি গাইছেন এবং তার পরেই সেই একই পংক্তি গাইছেন হিরো আলম। দেখে মনে হচ্ছে, ইওহানির গান শুনে নিজেও গাওয়ার চেষ্টা করছেন হিরো আলম। কিন্তু শেষমেশ সফল না হয়ে একটি দুঃখের গান ধরেন হিরো আলম।

রুদ্রনীলের এমন রসবোধ দেখে হাসির রোল উঠেছে নেটিজেনদের মধ্যে।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/entertainment/173542/মানিকে-মাগে-হিতের-ইওহানির-ছাত্র-হিরো-আলম-রুদ্রনীল