কুমিল্লায় ট্রাকচাপায় ছাত্রলীগ নেতা নিহত

কুমিল্লায় ট্রাকচাপায় ছাত্রলীগ নেতা নিহত

কুমিল্লায় ট্রাকচাপায় ছাত্রলীগ নেতা নিহত

কুমিল্লায় ট্রাকচাপায় শামছুল আলম রিপন (৩১) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন...

বাংলাদেশ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ট্রাকচাপায় শামছুল আলম রিপন (৩১) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

রোববার রাত ৯টার দিকে কুমিল্লা সদর দক্ষিণে লালবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রিপন কুমিল্লা সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। তিনি সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর গ্রামের রেশমত আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, মহাসড়কে বারেক নামে একজন মোটরসাইকেল চালাচ্ছিলেন। পেছনে বসা ছিলেন রিপন ও তার এক বন্ধু। তারা সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়। এ ঘটনায় বারেক ও অপর একজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ওসি জানান, রিপনের পরিবারের সদস্যরা থানায় এসে ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার আবেদন করেন। পরে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/174008/কুমিল্লায়-ট্রাকচাপায়-ছাত্রলীগ-নেতা-নিহত