বিদ্যালয়ের সততা স্টোর ও বিজ্ঞানাগারে চুরি

বিদ্যালয়ের সততা স্টোর ও বিজ্ঞানাগারে চুরি

বিদ্যালয়ের সততা স্টোর ও বিজ্ঞানাগারে চুরি

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলার ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সততা স্টোর ও বিজ্ঞানাগারে চুরির ঘটনা ঘটেছে।

গত রোববার (১৯ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে।  

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার রাতে সততা স্টোরের ক্যাশ বাক্সে রাখা প্রায় সাত হাজার টাকা, বিজ্ঞানাগারের চারটি অনুবীক্ষণ যন্ত্র, গ্যাসজার মিলিয়ে মোট দুই লাখ টাকার মালামাল চুরি হয়েছে।

বিদ্যালয়ের নৈশপ্রহরী লেবু ইসলাম বলেন, মধ্যরাতে শরীর খারাপ থাকায় ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি বাইরের দিক থেকে দরজা আটকানো। পরে আরেক দরজা দিয়ে বের হয়ে দেখি সততা স্টোর ও বিজ্ঞানাগারের তালা ভাঙা। দ্রুত স্যারদের ফোন দিই। সততা স্টোরের ক্যাশবাক্স ফাঁকা পাই। বিজ্ঞানাগারের অনেক যন্ত্র চুরি হয়েছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম বলেন, চুরি যাওয়া জিনিসপত্রের তালিকা তৈরি করা হয়েছে। তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছিল। পুলিশ এসে ঘটনাস্থল দেখে গেছে। সোমবার সন্ধ্যায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে অনুসন্ধান করছে। তবে এখনো পর্যন্ত আমরা অভিযোগ দায়ের করিনি।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্ত হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ জার্নাল / এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/174936/বিদ্যালয়ের-সততা-স্টোর-ও-বিজ্ঞানাগারে-চুরি