অবশেষে ভোটার হলেন সন্তু লারমা
অবশেষে ভোটার হলেন সন্তু লারমা
রাঙামাটি প্রতিনিধিঅবশেষে ভোটার হয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। দীর্ঘ অপেক্ষার পর ৭৭ বছর বয়সে ভোটার হলেন তিনি।
রোববার রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মানুসারে তিনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আবেদন করেছেন এবং আমরা তাকে অন্তর্ভুক্ত করেছি। তিনি সেই অনুসারে জাতীয় পরিচয়পত্রও পাবেন।
জানা যায়, ১৯৪৪ সালের ১৪ ফেব্রুয়ারি রাঙামাটি জেলার মহাপুরম এলাকায় জন্মগ্রহণ করেন সন্তু লারমা। তার বাবা চিত্ত কিশোর লারমা, মা সুভাষিণী দেওয়ান। বর্তমানে তিনি রাঙামাটি শহরের কল্যাণপুর এলাকায় সরকারি বাসভবনে বসবাস করেন।
জনশ্রুতি আছে, আঞ্চলিক পরিষদের আইনে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের স্থানীয় বাসিন্দাদের নিয়ে নতুন ভোটার তালিকা প্রণয়নের দাবিতে দীর্ঘদিন ভোটার হওয়া থেকে বিরত ছিলেন। অংশগ্রহণ করেননি কোনও জাতীয় নির্বাচনের ভোটে।
বাংলাদেশ জার্নাল/কেআই
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/175741/অবশেষে-ভোটার-হলেন-সন্তু-লারমা