সিংগাইরে পৃথক স্থান থেকে ২ জনের মরদেহ উদ্ধার
রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
সিংগাইরে পৃথক স্থান থেকে ২ জনের মরদেহ উদ্ধার
মানিকগঞ্জের সিংগাইরে পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশ
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধিমানিকগঞ্জের সিংগাইরে পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলের দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের চর চামটা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, জয়নাল (২২) ও সুমন (২১)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চান্দহর ইউনিয়নের চরচামটা গ্রামের জয়নাল মিয়া (২২) ইঞ্জিন চালিত নৌকায় কালিগঙ্গা নদী পারাপারের সময় হঠাৎ মাঝ নদীতে পড়ে যায়। এ সময় অন্য যাত্রীরা তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে একই গ্রামের সুমন মিয়া (২১) দুপুরে নিজ শয়ন কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
শান্তিপুর ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ খালিদ মুনসুর দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ জার্নাল/ওএফ
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/175609/সিংগাইরে-পৃথক-স্থান-থেকে-২-জনের-মরদেহ-উদ্ধার