৩ খুদে সদস্য নিয়ে শাবনূরের ইউটিউব চ্যানেল

৩ খুদে সদস্য নিয়ে শাবনূরের ইউটিউব চ্যানেল

৩ খুদে সদস্য নিয়ে শাবনূরের ইউটিউব চ্যানেল

১৪ সেপ্টেম্বর নিজের ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেন শাবনূর। সেখানে ভক্তদের কাছে তার একটি ছোট্ট টিমেরও পরিচয় করিয়ে দেন।

বিনোদন ডেস্ক

বেশ কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। পর্দা থেকে দূরেই রয়েছেন এ অভিনেত্রী। কিন্তু সম্প্রতি ৩ খুদে সদস্য নিয়ে ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি।

১৪ সেপ্টেম্বর নিজের ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেন শাবনূর। সেখানে ভক্তদের কাছে তার একটি ছোট্ট টিমেরও পরিচয় করিয়ে দেন।

জানা যায়, শাবনূরের সেই টিমে আছে তিনজন খুদে সদস্য। তাদের একজন শাবনূরের ছেলে আইজান।

দেশ ও দেশের মানুষকে মিস করার কথা জানিয়ে ইউটিউব ভিডিওতে শাবনূর বলেন, দেশ বিদেশের সকল বন্ধুরা, তোমাদের পাশে থাকতে চাই, তোমাদের সঙ্গে থাকতে চাই এবং ভালোবাসা পেতে চাই।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/entertainment/174379/৩-খুদে-সদস্য-নিয়ে-শাবনূরের-ইউটিউব-চ্যানেল