বিলে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু
বিলে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু
ঢাকার ধামরাইয়ে বোনদের সাথে বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে রাফি আহমেদ (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু...
বাংলাদেশ
ধামরাই প্রতিনিধিঢাকার ধামরাইয়ে বোনদের সাথে বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে রাফি আহমেদ (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরের দিকে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের রূপনগর এলাকায় একটি ব্রিজের নিচ থেকে রাফির মরদেহ উদ্ধার করে ধামরাই ফায়ার সার্ভিস।
নিহত রাফি আহমেদ সাভার ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা ও সাভার মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার পরিচয় জানা যায়নি।
জানা যায়, শনিবার সকালের দিকে রাফি আহমেদ তার পাঁচ বোনের সাথে সাভার ব্যাংক কলোনি থেকে রূপনগর এলাকায় বেড়াতে আসে। সেখানে রাফি তার বোনদের সাথে বিলের পানিতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে রাফি নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এক ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ সোহেল রানা বলেন, ১২টার দিকে খবর পেয়ে আমিসহ ফায়ার স্টেশনের আরো পাঁচজন তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই। পরে ১টার দিকে আমরা মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।
এ বিষয়ে স্বজনদের কোন অভিযোগ না থাকায় কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু কালীপদ সরকারের উপস্থিতিতে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/173874/বিলে-গোসল-করতে-নেমে-কলেজছাত্রের-মৃত্যু