নারীরা কাজে না গিয়ে ঘরে থাকলেও মিলবে বেতন: তালেবান
নারীরা কাজে না গিয়ে ঘরে থাকলেও মিলবে বেতন: তালেবান
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্কআফগানিস্তানে সাময়িকভাবে সরকারি কর্মজীবী নারীদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে দেশটির নতুন শাসকগোষ্ঠী তালেবান। কাজে না গেলেও বাড়িতে বসেই বেতন দেয়া হবে এবং চাকরি থেকেও বাদ দেয়া হবে না বলে জানিয়েছে শাসকগোষ্ঠী। খবর বিবিসির
মঙ্গলবার (২৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে গোষ্ঠীটির পক্ষ থেকে এ কথা জানান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।
জাবিউল্লাহ মুজাহিদ বলেন, নারীদের কর্মস্থলে যোগদানে স্থায়ীভাবে বাধা দেওয়া হবে না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নারীদের এখন বাড়িতে থাকা উচিত। তারা যাতে কাজে ফিরতে পারেন, সেই প্রক্রিয়া ঠিক করার চেষ্টা করা হচ্ছে।
এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর কাছে চাকরি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কয়েকজন নারী। বলছেন তাদের (নারীদের) চাকরির পরিবর্তে পুরুষ আত্মীয়রা চাকরি করতে চান।
এ ব্যাপারে তালেবান মুখপাত্র বলেন, নারীদের চাকরি থেকে বাদ দেয়া হবে না। তাদের বেতনও যথাসময়ে পরিশোধ করা হবে।
তালেবান মুখপাত্র জানান, আফগান মিডিয়া, হাসপাতাল, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় পুনরায় খুলে দেওয়া হবে এবং স্থানীয় সরকারের কাজ পুনরায় চালু হবে।
এ সময় তিনি প্রতিভাবান ও দক্ষ আফগানদের সরিয়ে নেওয়া বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানান। একই সঙ্গে পশ্চিমা সামরিক বাহিনীর লোকজন সরিয়ে নেওয়ার জন্য আগামী ৩১ আগস্টের পর আর সময়সীমা বাড়ানো হবে না বলেও সতর্ক করেন তালেবানের এ নেতা।
বাংলাদেশ জার্নাল/এমজে
from BD-JOURNAL https://www.bd-journal.com/international/171698/নারীরা-কাজে-না-গিয়ে-ঘরে-থাকলেও-মিলবে-বেতন-তালেবান