টাইগারদের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
বুধবার, ৪ আগস্ট, ২০২১
টাইগারদের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
এ জয়ে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
খেলাধুলা
খেলা ডেস্কঅস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচ জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ কথা জানায়।
এর আগে মিরপুর স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১০ উইকেট হারিয়ে ১০৮ রানে থামে অজিদের ইনিংস। বাংলাদেশ জায় পায় ২৩ রানে।
আরো পড়ুন: অষ্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের জয়ে স্পিকারের অভিনন্দন
এ জয়ে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
বাংলাদেশ জার্নাল/আরএ
from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/169301/টাইগারদের-জয়ে-প্রধানমন্ত্রীর-অভিনন্দন