সৌদি আরবে মিলল অসংখ্য মানুষ ও প্রাণীর হাড়গোড়
সোমবার, ২ আগস্ট, ২০২১
সৌদি আরবে মিলল অসংখ্য মানুষ ও প্রাণীর হাড়গোড়
সৌদি আরবে একটি গুহা থেকে অসংখ্য প্রাণী ও মানুষের হাড়গোড় উদ্ধার করেছেন বিজ্ঞানীরা।
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্কসৌদি আরবে একটি গুহা থেকে অসংখ্য প্রাণী ও মানুষের হাড়গোড় উদ্ধার করেছেন বিজ্ঞানীরা।
এসব হাড়গোড় প্রায় সাত হাজার বছর ধরে সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত হায়েরারার ওই গুহায় জড়ো করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আল আরাবিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞানীরা গবেষণা পত্রে জানান, উম্ম জিরসান এলাকায় দেড় কিলোমিটার দীর্ঘ ওই গুহায় ইঁদুর, ঘোড়া, উটসহ বিভিন্ন গবাদি পশু এমনকি মানুষের হাড়ও পাওয়া গেছে।
জানা যায়, গুহাটি মূলত একটি প্রাকৃতিক সুরঙ্গ। একসময় সেখান দিয়ে লাভা প্রবাহিত হতো।
সৌদি আরবের উম্ম জিরসানের মতো এলাকায় যেখানে সহজেই হাড়গোড় নষ্ট হয়ে যায়, সেখানে কীভাবে এগুলো টিকে আছে তা নতুন এক বিস্ময়ের সৃষ্টি করেছে। এই আবিষ্কার গবেষণার নতুন দিগন্ত খুলে দিয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
বাংলাদেশ জার্নাল/ওএফ
from BD-JOURNAL https://www.bd-journal.com/international/169090/সৌদি-আরবে-মিলল-অসংখ্য-মানুষ-ও-প্রাণীর-হাড়গোড়