বাড়ি ফেরার পথে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
বাড়ি ফেরার পথে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর মোড়ে এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বাংলাদেশ
ময়মনসিংহ প্রতিনিধিময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর মোড়ে এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।নিহতের নাম মইনুল হাসান পলাশ (৩০)। রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী।
নিহতের স্বজনরা জানান, পলাশ চরশ্রীরামপুর মোড়ের বাজারে মোবাইল, ফ্লেক্সিলোড, নগদ, বিকাশের ব্যবসা করতেন। দোকান বন্ধ করে ৪-৫ লাখ টাকাসহ বাড়ি ফিরছিলেন। সঙ্গে কয়েকটি মোবাইল ফোনও ছিল। বাড়ি ফেরার পথে চরশ্রীরামপুরের ফজলুল হকের পুকুরপাড়ে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান পলাশ।
ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক সরকার বলেন, খবর পেয়ে এসে দেখি পলাশ রাস্তায় পড়ে আছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের বড় ভাই মাহবুব কায়েস জুয়েল দাবি করেছেন, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
ওসি আব্দুল হালিম সিদ্দিকী বলেন, মরদেহ উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে হত্যকারীদের শনাক্তকরণ ও ঘটনার তদন্ত চলছে।
বাংলাদেশ জার্নাল/ওএফ/ওয়াইএ
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/169853/বাড়ি-ফেরার-পথে-বিকাশ-ব্যবসায়ীকে-কুপিয়ে-হত্যা