করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

ময়মনসিংহের তারাকান্দায় ১নং তারাকান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল জব্বার (৫৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

জেলা-উপজেলা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দায় ১নং তারাকান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল জব্বার (৫৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

রোববার (১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত বলেন, আব্দুল জব্বার একজন দায়িত্বশীল, দক্ষ ও চৌকস চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে উপজেলা প্রশাসন গভীরভাবে শোকাহত।

জানা যায়, করোনা আক্রান্ত হয়ে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে নেয়া হয় আইসিইউতে। পরে রাত সাড়ে ১১ টার দিকে তিনি মারা যান।

তিনি উপজেলার ১ নং তারাকান্দা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। টানা দ্বিতীয় বারের মত ওই ইউনিয়নের চেয়ারম্যানের ছিলেন তিনি।

বাংলাদেশ জার্নাল/এমএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/district-upazila/169102/করোনায়-ইউপি-চেয়ারম্যানের-মৃত্যু