বুধবার থেকে রূপগঞ্জে অগ্নিকাণ্ডে নিহতদের লাশ হস্তান্তর

বুধবার থেকে রূপগঞ্জে অগ্নিকাণ্ডে নিহতদের লাশ হস্তান্তর

বুধবার থেকে রূপগঞ্জে অগ্নিকাণ্ডে নিহতদের লাশ হস্তান্তর

গত ৮ জুলাই বিকেলে উপজেলার কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানার ১৪ নম্বর গুদামের ৬ তলা ভবনে আগুন লাগে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের লাশ আজ (বুধবার) থেকে হস্তান্তর শুরু হবে।

মঙ্গলবার রাতে সিআইডির এএসপি (নারায়ণগঞ্জ জেলা) হারুন অর রশিদ এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মর্গে থাকা ৪৮ টি লাশের মধ্যে ৪৫ টির পরিচয় নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে ঢাকা মেডিকেলে থাকা ২৪ টি মরদেহ বুধবার দুপুর ২ টা থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ইতিমধ্যে স্বজনদের জানিয়ে দেওয়া হয়েছে। অন্য লাশগুলো পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে।

উল্লেখ, গত ৮ জুলাই বিকেলে উপজেলার কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানার ১৪ নম্বর গুদামের ৬ তলা ভবনে আগুন লাগে। প্রায় ১৯ ঘণ্টা পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। পরদিন বিকেলে আগুন নিভিয়ে ফেলার পর ৪৮ জনের পোড়া মরদেহ উদ্ধার করা হয়।    এছাড়া ভবন থেকে লাফিয়ে পড়ে ৩ জন নিহত ও ১০ জন আহত হন।

বাংলাদেশ জার্নাল/আরএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/169306/বুধবার-থেকে-রূপগঞ্জে-অগ্নিকাণ্ডে-নিহতদের-লাশ-হস্তান্তর