ময়মনসিংহে ১৪ দিনে সাড়ে ২০ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহে ১৪ দিনে সাড়ে ২০ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহে ১৪ দিনে সাড়ে ২০ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহে কঠোর বিধিনিষেধের ১৪ দিনে ৩ হাজার ৩২৬ মামলায় ২০ লাখ ৪৯ হাজার ৬৮০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে কঠোর বিধিনিষেধের ১৪ দিনে ৩ হাজার ৩২৬ মামলায় ২০ লাখ ৪৯ হাজার ৬৮০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, গত ২৩ জুলাই (শুক্রবার) সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আয়েশা হক।

আয়শা হক বলেন, ‘সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে প্রতিদিন জেলার ১৩টি উপজেলায় ১৩ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ১৩ জন সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের ২৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ মোট ৫২ জন অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে ১৪ দিনে ৩ হাজার ৩২৬ মামলায় ২০ লাখ ৪৯ হাজার ৬৮০ টাকা জরিমানা করা হয়।’

তিনি আরও বলেন, জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করছে। জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/169529/ময়মনসিংহে-১৪-দিনে-সাড়ে-২০-লাখ-টাকা-জরিমানা