গাজীপুরে নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
গাজীপুরে নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার
গাজীপুরের কাপাসিয়া উপজেলার শীতলক্ষ্যা নদী থেকে এক দিনের নবজাতক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশ
গাজীপুর প্রতিনিধিগাজীপুরের কাপাসিয়া উপজেলার শীতলক্ষ্যা নদী থেকে এক দিনের নবজাতক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকালে স্থানীয় ফকির মজনু শাহ সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। কাপাসিয়া থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ মনিরুজ্জামান খাঁন জানান, ফকির মজনু শাহ সেতুর নিচ থেকে একটি নবজাতক শিশুর মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে বিকেল ৫টার দিকে পুলিশ শিশুর লাশটি উদ্ধার করেছে এবং তার ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কাপাসিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ধারণা করা হচ্ছে ২/৩দিন আগে কে বা কাহারা নবজাতকটিকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়ে গেছে। কিন্তু এটি কার তা এখনও জানা সম্ভব হয়নি।
বাংলাদেশ জার্নাল/ওএফ
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/171790/গাজীপুরে-নবজাতকের-অর্ধগলিত-লাশ-উদ্ধার