আজ ব্যাংক বন্ধ
বুধবার, ৪ আগস্ট, ২০২১
আজ ব্যাংক বন্ধ
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন নতুন নির্দেশনা জারি করে।
অর্থ-বাণিজ্য
নিজস্ব প্রতিবেদককরোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী আজ (বুধবার) ব্যাংক বন্ধ থাকবে। এর আগে একই কারণে গত রোববারও (১ আগস্ট) ব্যাংক বন্ধ ছিল।
গত ২৮ জুলাই বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন নতুন নির্দেশনা জারি করে।
নির্দেশনায় বলা হয়, ২, ৩ ও ৫ আগস্ট সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। অভ্যন্তরীণ সমন্বয়ের জন্য বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে। ১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে।
বাংলাদেশ জার্নাল/আরএ
from BD-JOURNAL https://www.bd-journal.com/finance-business/169307/আজ-ব্যাংক-বন্ধ