দুই বিয়ের একটিও টেকেনি, নারীর আত্মহত্যা
দুই বিয়ের একটিও টেকেনি, নারীর আত্মহত্যা
বাংলাদেশ
জার্নাল ডেস্কলক্ষ্মীপুর সদরের লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামের একটি নির্মাণাধীন টিনের ঘর থেকে জেরিন আক্তার (২২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যা তার মরদেহ উদ্ধার করা হয়। জেরিন ওই গ্রামের কমর উদ্দিন বাড়ির দিনমজুর জাহাঙ্গীর আলমের মেয়ে।
জানা গেছে, ৩ বছর আগে পারিবারিকভাবে জেরিনের সঙ্গে মো. শাহজাহানের বিয়ে হয়। কয়েকমাস পরই জেরিন নিজেই স্বামীর ঘর থেকে চলে আসেন। পরে প্রেম করে আরও একটি বিয়ে করেন। কিন্তু ছেলের পরিবারের লোকজন তা মেনে নেয়নি। সে ঘরও করা হয়নি। গত বছর মার্চ মাসে দ্বিতীয় স্বামীর সঙ্গেও তার বিচ্ছেদ হয়।
জেরিনের মা নুরনাহার বেগম বলেন, দুপুরের পর জেরিন মোবাইলে কথা বলছিলো আর কাঁদছিল। কিছুক্ষণ পরই তাকে আর পাওয়া যাচ্ছিলো না। সন্ধ্যায় ফাঁস লাগানো অবস্থায় ঐ ঘরে দেখা যায়।
মরদেহ উদ্ধারের কথা জানিয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন ওই নারী। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এমজে
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/171704/দুই-বিয়ের-একটিও-টেকেনি-নারীর-আত্মহত্যা