স্ত্রীর মৃত্যু, শোকে জ্বলন্ত চিতায় ঝাঁপ দিলেন স্বামী

স্ত্রীর মৃত্যু, শোকে জ্বলন্ত চিতায় ঝাঁপ দিলেন স্বামী

স্ত্রীর মৃত্যু, শোকে জ্বলন্ত চিতায় ঝাঁপ দিলেন স্বামী

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

মারা গেলেন স্ত্রী। শোকে স্ত্রীর সঙ্গে এক চিতায় পুড়ে আত্মাহুতি দিতে গেলেন স্বামী। ঠিক সতীদাহ বা সহমরণ প্রথার মতোই। সতীদাহ হচ্ছে বিধবা নারীদের স্বামীর চিতায় সহমরণে বা আত্মহুতি দেবার এক প্রথা, যা পরবর্তীকালে রাজা রামমোহন রায়ের উদ্যোগে বন্ধ হয়। 

মঙ্গলবার ভারতের ওড়িশার কালাহান্ডির ঘটনা এটি।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সী নীলমনি সবরের স্ত্রী রায়বতী সবর মারা যান। স্ত্রীর মৃত্যু একেবারেই মেনে নিতে পারেননি তিনি। স্ত্রীকে চিরদিনের মতো হারিয়ে শোকে কাতর হয়ে ঝাঁপ দেন জ্বলন্ত চিতায়। মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন তিনি।

নীলমনি সবর স্থানীয় পঞ্চায়েতের সদস্য বলে জানা গেছে।

কালাহান্ডির পুলিশ সুপার (এসপি) বিবেক সারভানা জানিয়েছেন, মঙ্গলবার ওই নারী মারা যান। তার স্বামী ও চার সন্তান ও আত্মীয়রা দেহ নিয়ে গ্রামের শ্মশানে যান। এরপর শ্মশানের আচার অনুষ্ঠান পালনের পর দেহটিতে চিতায় তোলা হয়। শ্মশান থেকে সবাই যখন বাড়ি চলে যাচ্ছেন সেই সময় নীলমনি আচমকাই ছুটে গিয়ে চিতায় ঝাঁপ দেন।

আত্মীয়রা তাকে চিতা থেকে আগেই নামানোর তিনি কিছুটা দগ্ধ হন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/171912/স্ত্রীর-মৃত্যু-শোকে-জ্বলন্ত-চিতায়-ঝাঁপ-দিলেন-স্বামী