গোপালগঞ্জে আগুনে ৮টি দোকান পুড়ে ছাই
গোপালগঞ্জে আগুনে ৮টি দোকান পুড়ে ছাই
বাংলাদেশ
গোপালগঞ্জ প্রতিনিধিগোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কোটালীপাড়া উপজেলা সদরের ঘাঘর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক মো: আবুল কালাম আজাদ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারের খন্দকার বুক স্টল নামের একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এসময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ওই বাজারের কাপড়, ঔষধ, জুতা, বই, কম্পিউটারের দোকানসহ ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরো বলেন, খবর পেয়ে গোপালগঞ্জ ও কোটালীপাড়া ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বাংলাদেশ জার্নাল/কেআই
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/171714/গোপালগঞ্জে-আগুনে-৮টি-দোকান-পুড়ে-ছাই