মেক্সিকোতে হারিকেনের তাণ্ডব: নিহত ৮
সোমবার, ২৩ আগস্ট, ২০২১
মেক্সিকোতে হারিকেনের তাণ্ডব: নিহত ৮
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্কমেক্সিকোর পূর্ব উপকূলে হারিকেন গ্রেসের তাণ্ডবে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও হারিকেনের প্রভাবে মেক্সিকোজুড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
শনিবার (২১ আগস্ট) হারিকেনটি প্রবল আঘাত হানে। নিহত আট জনের ছয় জনই একই পরিবারের সদস্য।
বিবিসির খবরে বলা হয়, মেক্সিকোতে হারিকেনের আঘাতে ভেরাক্রুজ রাজ্য সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। বাতাসের প্রবল প্রবাহে লণ্ডভণ্ড হয়ে গেছে অসংখ্য বাড়িঘর। রাজ্যের রাজধানী জালাপার সড়কগুলো কাদা আর পানিতে নদীর রূপ নিয়েছে। শনিবার দিনভর তাণ্ডব চালানোর পর এটি অনেকটা শক্তি হারিয়ে মেক্সিকোর আরও অভ্যন্তরে প্রবেশ করেছে।
রাজ্য সরকার জানিয়েছে, বাতাসের গতি ছিল ঘণ্টায় সর্বোচ্চ ২০০ কিলোমিটার পর্যন্ত।
বাংলাদেশ জার্নাল/এমজে
from BD-JOURNAL https://www.bd-journal.com/international/171432/মেক্সিকোতে-হারিকেনের-তাণ্ডব-নিহত-৮